
ফারুক আহমেদ :
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছের উপর থেকে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় বিধিনিষেধ তুলে নেওয়ায় ত্রিশালে খুশির বন্যা বইছে। মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বুধবার ১ মার্চ সকালে ত্রিশাল পৌরসভা কার্যালয়ে মেয়রকে ফুলের শুভেচ্ছা জানিয়ে ত্রিশাল পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলার সাবেক যুবলীগ নেতা হারুন অর রশিদ মিলন, উপজেলা কৃর্ষকলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, উপজেলা ছাত্রলীগ নেতা তারিকুল হাসান আমির, উপজেলা ছাত্রলীগ নেতা রাশেদুল হাসান রাশেদ, উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আলী হোসেন সহ শতাধিক রাজনৈতিক নেতাকর্মী।