ত্রিশালকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণায় যৌথ সভা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালকে ‘ক-শ্রেণীর ভূমিহীন ও গৃহহীণ মুক্ত করার লক্ষ্যে যৌথ সভা উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, কানিহারী ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মন্ডল প্রমূখ।