মোঃ খলিলুর রহমান : ময়মনসিংহের তারাকান্দায় সোমবার যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন। এদিন ভোরে প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক অংশ গ্রহণ করেন। শোক র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ।