মোঃ খলিলুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশের হাতে আন্ত:জেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত হলেন, উপজেলার কান্দাপাড়া গ্রামের বাসিন্দা আ: রহিমের পুত্র সুমন মিয়া(২৫) এবং ময়মনসিংহ সদর উপজেলার কালীবাড়ির বাসিন্দা মৃত বাবুল মিয়ার পুত্র জুয়েল মিয়া(৩৮)।
গ্রেফতারকৃত সুমন মিয়া মাদক ও চুরির দায়ে অভিযুক্ত ১৩ মামলার আসামি এবং জুয়েল মিয়া মাদক ও চুরির অভিযোগে ৪ মামলার আসামী। তাদের বিরুদ্ধে মাদক ও চুরির দায়ে ময়মনসিংহ জেলার বিভিন্ন থানায় এসব মামলা রজু হয়েছে বলে জানা যায়।
ধৃত চোরচক্রের সদস্যদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আসামীদ্বয়ের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, শনিবার রাত আনুমানিক ২.৩০ টায় উপজেলার ডৌহাতলী নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানা পুলিশের এসআই আব্দুস সবুর, এসআই পলাশ, এএসআই মামুন মিয়া, এএসআই মাহমুদ, এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স সহ এই অভিযান পরিচালনা করেন।