ঢাকা ক্যাটেল এক্সপো-২০২৩ শুরু ৬ জানুয়ারি

এ বছর ঢাকা ক্যাটেল এক্সপো-২০২৩ শুরু হতে যাচ্ছে ৬ জানুয়ারি। দুই দিনব্যাপী এই এক্সপো চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ঢাকার শেরে বাংলা নগরস্থ পুরাতন বানিজ্য মেলার স্থলে এই প্রদর্শনী শুরু হবে। বুধবার সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে যুবক শ্রেণিকে কর্মক্ষম করতে ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে। পশু পালন তারই একটি। যুবকদের প্রশিক্ষণ দিয়ে দেশ ও জাতির উন্নয়নে উদ্যোক্তা তৈরি এই প্রকল্পের লক্ষ্য। সেই উদ্দেশ্যে এ বছর ক্যাটেল এক্সপো মেলায় ১৫০টি স্টল থাকবে।গবাধি পশুর সংখ্যা হবে ৪০০। অনুষ্ঠান উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উন্নত জাতের গরু থাকবে ২০০ অধিক। ছাগল থাকবে বিভিন্ন জাতের। মেলায় টিকিটের ব্যবস্থা করা হয়েছে। জনপ্রতি ২৫০ টাকা প্রবেশ মূল্য দিতে হবে।

মেলার শেষ দিন ৭ জানুয়ারি বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হাবিব ওয়াহিদ ও মাইলস ব্যান্ড গান গাইবে। বানিজ্য মন্ত্রী টিপু মুনশি সমাপনি অনুষ্ঠানে থাকবেন। -ঢাকা নিউজ