ঢাকায় পৌঁছেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই চ্যাম্পিয়ন বাংলাদেশ

ঢাকায় এসে পৌঁছেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ দল।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েছে টাইগ্রেসরা। আরব আমিরাতে হওয়া আসরে সব ম্যাচ জিতেছে নিগার সুলতানার দল। বিশ্বকাপের টিকেট নিশ্চিত হলেও বিশ্ব আসরের ব্যস্ততা আগামী বছরের ফেব্রুয়ারিতে। দক্ষিণ আফ্রিকায় হবে সে আসর। তবে দেশে ফিরেও বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের। ১ অক্টোবর থেকে সিলেটে শুরু হবে এশিয়া কাপ।