
অনলাইন ডেস্ক : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি করলজে আজ বুধবার দুপুরে স্নাতক ১মবর্ষ ও একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থী নবীনদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস,এম অধব্দুল্লাহেল ওয়ারেজ নাইেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মশিউর রহমান ।
বিশেষ অতিথি শেরপরু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,কে,এম আলিফ উল্লাহ আহসান, নালিতাবাড়ি সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ প্রফেসর অধব্দুর রউফ, ঝিনাইগাতী শফি উদ্দিন কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, ভারপ্রাপ্ত মহিলা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, বরণ অনুষ্ঠানের আহবায়ক জিয়াউল ইসলাম বক্তব্য রাখেন ।
প্রথমে আদিবাসি শিল্পি গোষ্ঠি ফুলেল শুভেচ্ছা দিয়ে নেচে গেয়ে অতিথিদের বরণ করে নেয় । অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী সহ অনেকেই উপস্থিত ছিলেন ।