ঝড় ও শিলাবৃষ্টিতে ময়মনসিংহের গৌরীপুরসহ পূর্বধলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক : হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে ময়মনসিংহের গৌরীপুরসহ পূর্বধলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে হঠাৎ শুরু হয় ঝড়। সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি। প্রায় ঘণ্টাব‌্যাপী বৃষ্টিতে ময়মনসিং‌হের গৌরীপুর ও পাশ্ববর্তী পূর্বধলা উপ‌জেলার বিভিন্ন এলাকায় ফসল, গাছপালা ও ঘরবাড়ির ব‌্যাপক ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্থরা জানান, বুধবার ভোর ৪টার দিকে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে পুরো এলাকায় এক ধরনের ভূতুড়ে পরিস্থিতি সৃষ্টি হয়। এর অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে বজ্রপাত সহ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়।

ঘণ্টা ধরে চলা এ ঝড়ের তাণ্ডবে আমের মুকুল, শশা ক্ষেত, বোরো ধান, লাউ ক্ষেত, কলার বাগান কুমড়াসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেই সঙ্গে কাচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়।

জানা গে‌ছে, গৌরীপুর উপ‌জেলার মাওহা, অ‌চিন্তপুর, সহনা‌টি সহ বি‌ভিন্ন ইউনিয়‌নে ও পূর্বধলা উপজেলার গোহালাকান্দা, খালশাউর, নারান্দিয়া, বিশকাকুনি ইউনিয়নে ফসল ও বা‌ড়ি বা‌ড়ির ব‌্যাপক ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

স্থানীয় কৃষক হুমায়ুন কবির জানান, চৈত্রের প্রথম ঝড় ও শিলা বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ধান ক্ষেত গুলি শুয়ে পড়েছে। আধাাপাঁকা ধান ক্ষেত গুলি কাটার কোন সুযোগ নেই।

কৃষক নজরুল ইসলাম জানান, প্রায় ২০ মিনিট স্থায়ী শিলা বৃষ্টির কারনে রবিশষ্য, উঠতি ধানক্ষেত গুলি শুয়ে পড়েছে ও ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

পুর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান প্রিন্স ব‌লেন, ঝড় ও শিলা বৃষ্টিতে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপনের জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তারা কাজ করছেন। পরে সব শেষে বলা যাবে কি পরিমান ক্ষতি হয়েছে।