জাল টাকা তৈরীর সরঞ্জাম সহ দুইজনকে আটক করছে দুর্গাপুর পুলিশ

অনলাইন ডেস্ক : নেত্রকোনা জেলার দুর্গাপুর থানা পুলিশের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জাসহ ২ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে জাল ভারতীয় রুপি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ সোমবার (২০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম।

এ নিয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ মার্চ) রাত রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভেন্নাকান্না চৌরাস্তা বাজারের সুমন ফার্মেসী নামের একটি দোকানে অভিযান চালিয়ে ভেন্নাকান্দা গ্রামের মো.আব্দুল কাদিরের ছেলে সুমন আলী (২২) ও লোহাচোরা গ্রামের মো.শরাফত আলীর ছেলে রিয়াদ (২০) নামে দুই যুবক কে আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় ৪১২ পিস জাল রুপি, প্রিন্টার ও টাকা ছাপানোর কাগজ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আসন্ন ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম।