জামালপুরে শব্দদূষণের দায়ে ৬ যানবাহনকে জরিমানা

জামালপুরে পরিবেশ অধিদফতরের সচেতনতামূলক অভিযানে লিফলেট বিতরণ ও শব্দদূষণের দায়ে ৬টি যানবাহনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ডিসেম্বর) জেলা প্রশাসনের সহকারী কমিশনার রায়হান মাহামুদের নেতৃত্বে জামালপুর সদরের ডাকপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি যানবাহনকে শব্দদূষণের দায়ে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর পরিবেশ অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্ষতিকর হাহড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে জামালপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান মাহামুদের নেতৃত্বে সদরের ডাকপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে টি যানবাহনকে শব্দদূষণের দায়ে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় হাইড্রলিক হর্ণ ব্যবহারের বিষয়ে বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীগণকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।

এ ব্যাপারে পরিবেশ অধিদফতর জামালপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে এরূপ কার্যক্রম চলমান থাকবে। তাই ‘আসুন অপ্রয়োজনে হর্ণ ব্যবহার থেকে বিরত থাকি, শব্দ দূষণের হাত থেকে নিজে বাঁচি অন্যকে বাঁচাই’।