অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- গোবিন্দনগর গ্রামের ইন্তাজ আলী (৫৫) ও তার ছেলে ফিরোজ মিয়া (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম। তিনি জানান, শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে সেচ পাম্পের একটি ছিড়ে পড়লে তা মেরামত করতে যান ফিরোজ। এ সময় ফিরোজ বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে তার বাবা ইন্তাজও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয় বলে জানান চেয়ারম্যান আশরাফুল আলম।