মোমিন তালুকদার : ছাত্রলীগের ৭৩ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক সামীর নেতৃত্বে সোমবার (৪ জানুয়ারি) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ শোভাযাত্রাটি কয়েকশত মোটর সাইকেলের বহর নিয়ে-ময়মনসিংহ মহাসড়ক ও ত্রিশাল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে ।
এসময় উপজেলা ছাত্রলীগের নেতা নাদিম মাহমুদ সহ অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মী অংশগ্রহণ নেন।
শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন-ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন।