
শাকিব খান ও বুবলীর বিয়ে আর সন্তানের খবরটি সামনে আসার পর থেকেই নেটিজেনদের একাংশ পূজা চেরিকে জড়িয়ে নানা ধরনের কথা বলতে থাকে। শাকিবের সঙ্গে প্রেম, ধর্মান্তরিত হয়ে বিয়ে- বেশ কয়েকদিন ধরে চলা এমন গুঞ্জনের পর নীরবতা ভাঙলেন পূজা।
বিরক্তি প্রকাশ করে মঙ্গলবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে নিজের ক্ষোভের কথা বলেছেন পূজা। তিনি বলেছেন, কোনো ধরনের যাচাই–বাছাই ছাড়া যারা এ ধরনের অপপ্রচারে জড়িয়েছেন, গুজব ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেবেন।
পূজার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন: ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।
কিন্তু কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে।