
গাজীপুরে মহানগরীর তেলিপাড়া এলাকায় বাসচাপায় ভ্যানের ৪ আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- ভ্যানচালক ময়মনসিংহের ফুলপুর থানার হরিনাকান্দা গ্রামের আ. কুদ্দুসের ছেলে বোরহান উদ্দিন (৪০), মাছ ব্যবসায়ী একই জেলার হালুয়াঘাট থানার স্বদেশী এলাকার আ. হামিদের ছেলে ইউনুস আলী (৩৫), পথচারী গাজীপুর মহানগরীর বাসন থানার বারবৈকা এলাকার নান্নু মিয়ার ছেলে সোহরাব (৩২)।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ানো একটি মাছের ভ্যানে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে মৃত সকলেই মাছ ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর পরই চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।