গবেষণা দক্ষতা বৃদ্ধিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মশালা শুরু

ফারুক আহমেদ :
শিক্ষার্থীদের মধ্যে বাজার ব্যবস্থাপনা জ্ঞানসহ গবেষণার দক্ষতা বৃদ্ধিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক দুই দিনব্যপী কর্মশালা শুরু হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নীলোৎপল সরকার, নজরুল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাখাওয়াত হোসেন, প্রফেসর ড. রাজু আহ্মেদ, সহযোগী অধ্যাপক ড. মোল্লা আমিনুল ইসলামসহ অন্যরা।