গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী মার্সেল ফ্রিজের কিস্তি মেলার উদ্বোধন হয়েছে ।
বৃহস্পতিবার(২০ জানুয়ারি) দুপুরে সুমন ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোঃ জোবায়েদ হোসেন সুমন মধ্যবাজারস্থ মার্সেল শো রুমে এ মেলার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর সচিব মোহাম্মদ কামরুল হক,প্রকৌশলী মোঃ সানোয়ার হোসেন,পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, মার্সেলের এরিয়া ম্যানেজার নুরুল আমিন,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল,পৌরসভা যুবলীগের যুগ্ম আহবায়ক তাজমুন আহমেদ প্রমুখ।
মেলার আয়োজক ব্যবসায়ী মোঃ জোবায়েদ হোসেন সুমন জানান, মেলায় ক্রেতাদের জন্য বিশেষ ছাড় ও ঘন্টায় ঘন্টায় ফ্রি পণ্য উপহার দেওয়া হবে। মেলায় সহজ কিস্তি ও নগদে মার্সেল পণ্য কিনতে স্থানীয় ক্রেতা সাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশাবাদী।