
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শামছুল হুদা ফিরোজ (৫৩) নামে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে গফরগাঁও পৌরশহরের ৫নং ওয়ার্ডের ষোলহাসিয়া এলাকা থেকে পুলিশ সাজাপ্রাপ্ত আসামি শামছুল হুদা ফিরোজকে গ্রেপ্তার করে। সে স্থানীয় রোস্তম আলী গোলন্দাজ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ভালুকা থানায় চেক জালিয়াতি ঘটনায় আদালতের এক বছরের সাজা এবং ৩ লাখ ৫৫ হাজার টাকার জরিমানার মামলা রয়েছে।