
ময়মনসিংহের গফরগাঁওয়ে আইন অমান্য করায় গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে পৌর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবিদুর রহমান।
জানা যায়, বৃহষ্পতিবার বিকেলে গফরগাঁও পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইনে ৭টি গণ পরিবহনকে ও দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মামলা করে। পরে তাদের কাছ থেকে ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবিদুর রহমান বলেন,‘সতর্ক করার জন্য ৯টি মামলা দিয়ে তাদেরকে জরিমানা করা হয়েছে। সংশোধন না হলে পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।