কালিহাতীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে পৌলী নদীতে মহলা গ্রামবাসীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বৈঠার তালে তালে বর্ণিল সাজে সজ্জিত নৌকাবাইচ দেখতে নদীর তীরে ভীড় জমায় হাজার হাজার নারী পুরুষ।
এমন উচ্ছাসপূর্ণ আয়োজনে অংশ নিয়ে খুশি এলাকাবাসী। কোন কিছু প্রাপ্তির আশায় নয়, দর্শকদের আনন্দ দিতেই বাইচে অংশ নিয়েছেন তারা। এতেই তাদের আনন্দ।

বাঙ্গালীর শত বছরের ঐতিহ্যের ধারক ও বাহক অনুষ্ঠান আয়োজনে প্রয়াস অব্যাহত রাখার প্রত্যয় জানান সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ২০ নৌকা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে কালিহাতী গোহালিয়াবাড়ী একতা ক্লাব নৌকা, দ্বিতীয় নিউ হীরা তৈরি নৌকা এবং তৃতীয় প্রথম আলো নৌকা ।
প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার কালিহাতী গোহালিয়াবাড়ী একতা ক্লাব নৌকার নূরুল ইসলাম ও গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হাই আকন্দর হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।

জমির উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, ভাইস-চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌর মেয়র নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান প্রমুখ।