কারামুক্ত হলেন ছাত্রদলের সাবেক নেতা টিটো

ছাত্রদলের সাবেক নেতা সাঈদ ইকবাল টিটো কারামুক্তি লাভ করেছেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এসময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলেও তিনি নেননি। গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া তিনি এ ধরনের শুভেচ্ছা নেবেন না বলে জানান।

সাঈদ ইকবাল টিটো ছাত্রদলের লাল্টু-হেলাল কমিটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কেন্দ্রীয় কার্যালয় থেকে সাঈদ ইকবাল টিটোসহ বিএনপির অনেক সিনিয়র নেতা এবং পাঁচ শতাধিক নেতা কর্মীকে আটক করে পুলিশ।