কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সুবিশাল পরীক্ষা হলের উদ্বোধন

ফারুক আহমেদ :
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের দুটি সুবিশাল পরীক্ষা হলসহ ছয়টি হল উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে পরীক্ষার হল উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। ফিতা কেটে পরীক্ষা হলের উদ্বোধন করা হলে সেখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের একটি বর্ষের পরীক্ষা শুরু হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবদুল হালিম, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান প্রমুখ।