
ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের গতকাল সোমবার বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘ঊহযধহপরহম খড়পধষ এড়াবৎহধহপব ঃযৎড়ঁময ঊহমধমরহম ঈরারষ ঝড়পরবঃু: ঞৎবহফং ধহফ ঈযধষষবহমবং রহ চৎধপঃরপব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর । স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের লোকপ্রসাশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মফিজুর রহমান। বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরসহ অন্যরা। সেমিনার শেষে বিকেলে বিভাগের পক্ষ থেকে শিক্ষার্থীদের নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।