
ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রবিবার দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদের দর্শন বিভাগের করিডরে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক কাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, সহাকারী অধ্যাপক মুশফিকুর রহমান (হীরক)। সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক তারিফুল ইসলাম।
এর আগে সকালে বিশ^বিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর প্রমুখ।