
ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্তক্তের অভিযোগে বাছির মিয়া নামে এক যুবককে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। আটককৃত বাছির মিয়া ত্রিশাল উপজেলার পাঁচপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ত্রিশাল থানার মামলানং.২৬তারিখ ২৪/০৯/২০২২ খ্রিঃধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) এর ১০ ধারা।
মামলা ও ত্রিশাল থানা সূত্রে জানাযায়, গত ১০/০৯/২০২২ ইং দিবাগত ভোর রাত চার ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের পাশে ঐ ছাত্রী একটি মেছে ঘুমানোর সময় বুঝতে পারে যে, কেহ তার স্পর্শকাত স্থানে লাঠি দ্বারা খুছাইতেছে। পরে তার ডাক চিৎকার দিলে ঐ ব্যাক্তি পালিয়ে যায়। এ ঘটনায় ঐ ছাত্রী গত ১১.০৯.২০২২ইং তারিখ ত্রিশাল থানায় একটি সাধারন ডাইরী করেন। যার নং ৫৩৪।
ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, জিডির তদন্তভার এস.আই মাসুদ জামালীর উপর অর্পন করা হয়। দীর্ঘদিন তদন্ত শেষে আসামী বাছির মিয়াকে শনিবার রাতে আটক করা হয়। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।