কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ড. সুব্রত কুমার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান ও ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে’ স্মরণে
তাঁর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের পরীক্ষা হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. রিয়াদ হাসান, অধ্যাপক ড. মোল্লা আমিনুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. প্রহল্লাদ চন্দ্র দাসসহ অন্যরা। সভাটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক নাহিদুল ইসলাম।

উল্লেখ্য, অধ্যাপক ড. সুব্রত কুমার দে গত ৮ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান ও অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।