
ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কম্পিউটার ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পাঁচ তলার একটি কক্ষে ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। ল্যাবে ত্রিশটি আধুনিক মানের কম্পিউটার স্থাপন করা হয়েছে।
কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. শেখ মেহেদী হাসান, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। শিক্ষক সমিতির সভাপতি ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক ড. তুহিনুর রহমান, প্রকৌশলী মাহবুব হোসেন প্রমুখ।
ল্যাবের উদ্বোধন করে উপাচার্য বলেন, এরকম একটি আধুনিক কম্পিউটার ল্যাব আমাদের কলা অনুষদভুক্ত বিভাগগুলোর ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে, এটি সতি আনন্দদায়ক। আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। ঠিক তেমনি একটি ল্যাব তৈরি করার চেয়ে পরিচালনা করা বেশি কঠিন। আশা করি ল্যাবটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিচালিত হবে।