
ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষকদের জন্য ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যপী একটি কর্মশালা বিশ^বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড.আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশলার উদ্বোধন করেন।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. সাহাবউদ্দিন। দিনব্যপী ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক কর্মশালায় অনুষদের প্রায় অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.আবু তাহের বলেন, আমাদের শিক্ষকদের মধ্যে যেকোনভাবে গবেষণা সংস্কৃতির উন্নতি করতে হবে। চতুর্থ প্রজন্মের শিল্প বিপ্লবের জন্য তৈরি থাকতে গেলে গবেষণাধর্মী শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে এই শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। গবেষণায় জালিয়াতি প্রসঙ্গে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে ইউজিসি সদস্য ড. আবু তাহের বলেন, যেনতেন, জালিয়াতি করে গবেষণা করে পার পেয়ে যাবেন এই সুযোগ আর নেই। এখন নানা ধরনের সফ্টওয়্যার তৈরি হয়েছে। আপানারা নিশ্চয়ই সেটা জানেন। ইতোমধ্যেই ঢাকা বিশ^বিদ্যালয়ে গবেষণা জালিয়াতি ধরা পড়ায় অনেককে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। গবেষণায় জালিয়াতি ধরা পড়লে অবশ্যই তাকে কঠোর শাস্তি দেওয়া হবে।