কবি নজরুল বিশ্ববিদ্যালয় ‘সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা-১’ অনুষ্ঠিত

ফারুক আহমেদ : ময়মনসিংহের ত্রিশালে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা-১’ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল কনফারেন্স কক্ষে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের (আই.কিউ.এ.সি) আয়োজনে সভায় সভাপতিত্ব করেন আই.কিউ.এ.সির পরিচালক প্রফেসর ড. সাহাবউদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ও সূচনা বক্তব্য রাখেন অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোকারেরম হোসেন মাসুম। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দপ্তর প্রধানগণ এই সভায় উপস্থিত ছিলেন।