
ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকি ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আইকিউএসি আয়োজিত ‘ ৎবংঢ়ড়হংরনরষরঃরবং ড়ভ অফসরহরংঃৎধঃরাব ঙভভরপবৎং ভড়ৎ ছঁধষরঃু ঝবৎারপব অরসরহম ঃযব অপপৎবফরঃধঃরড়হ ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর। আইকিউএসি পরিচালক প্রফেসর ড.সাহাবউদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় সম্পদব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিইউএসি পরিচালক প্রফেসর ড. সুকুমার সাহা। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. তুষার কান্তি সাহা প্রমুখ।