কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন

ফারুক আহমেদ : সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডি-নথি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

উদ্বোধনী সভায় অনলাইনে যুক্ত থেকে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, ইউজিসি পরিচালক (ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এন্ড ট্রেনিং ডিভিশন) মাকসুদুর রহমান ভূঁইয়া, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর প্রমুখ।