কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় চলচ্চিত্র দিবস পালন

ফারুক আহমেদ : সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। বিভাগীয় প্রধান ড. তুহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আবৃত্তি ও অভিনয় শিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, রেজিস্টার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।