কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের ৫ম ক্রীড়া সপ্তাহ শুরু

ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৫ম বার্ষিক ক্রীড়া সপ্তাহ শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিভাগের এক অনুষ্ঠানের মধ্যদিয়ে ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন উপাচার্য ও আইন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. সৌমিত্র শেখর।

৬-৯ মার্চ অনুষ্ঠিতব্য ক্রীড়া সপ্তাহে এভারগ্রীন অ্যাটর্নি, লিগ্যাল ইউনিভার্স, ল লিজেন্ডস ও ল এম্পায়ার এ চারটি দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ নিবে। ক্রিকেট, ফুটবল, কাবাডি, ভলিবল, দৌড়, দাবা, ক্যারমহ নানবিধ ইভেন্টদিয়ে ক্রীড়া সপ্তাহকে সাজানো হয়েছে। আইন বিভাগের বিভাগীয় প্রধান সো. আহসান কবীরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মুহাম্মদ ইরফান আজিজ, মো. আসাদুজ্জামান (নিউটন), কাজী ইকরামুলহক সহ অন্যরা।