
ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় উপাচার্য বলেছেন, বিশ^বিদ্যালয় প্রশাসন শিক্ষাকে খুবই গুরুত্ব দিতে চেয়েছে। আমরা একটা একাডেমিক ক্যালেন্ডার করেছি। সামনে নতুন ব্যাচ আসছে। সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। জানুয়ারির ১ তারিখ থেকে তাদের ক্লাশ শুরু হবে। সে জায়গায় শিক্ষকদের লোডটা কেমন হবে সেটি একটু মাথায় রাখতে হবে। শিক্ষকরা যদি লোড ক্যালকুলেশন না করতে পারেন তাহলে সেটি কিন্তু শিক্ষার ওপর চাপ বাড়াবে।
মঙ্গলবার বিকেলে বিশ^বিদ্যালয়ের প্রশাসনকি ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আইকিইউএসি আয়োজিত ‘টিচিং লোড ক্যালকুলেশন অব পাবলিক ইউনিভার্সিটিজ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
আইকিইউএসি পরিচালক প্রফেসর ড.সাহাবউদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় সম্পদব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের আইকিইউএসি পরিচালক প্রফেসর ড. সুকুমার সাহা। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, আইকিএসি’র অতিরিক্ত পরিচালক ড. তুষার কান্তি সাহা।