
ফারুক আহমেদ, ত্রিশাল :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ‘বাংলা ছোটগল্পে কৃষক বিদ্রোহ ও কৃষক আন্দোলন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদুল বারী। প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের দমদম মতিঝিল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মৈত্রয়ী সরকার। আলোচনা করেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস।