কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রাশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী সেশনে অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক অ্যাক্রেডিটেশন স্ট্যান্ডার্ডস ও ক্রাইটেরিয়া’-শীর্ষক কর্মশালাটি আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল। এর আগে অধ্যাপক ড. মেসবাহউদ্দিনকে নিজ বাংলো দপ্তরে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন। প্রশিক্ষণে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. এস.এম. কবির ও অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী সম্পদব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, পরিচালক ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. তপন কুমার সরকার প্রমুখ।