কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন

ফারুক আহমেদ, ত্রিশাল :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ (ষোড়শ ব্যাচ) শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মুক্তমঞ্চে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। ওরিয়েন্টেশন বক্তা হিসেব বক্তব্য দেন শহীদ বুদ্ধিজীবী কন্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. নুজহাত চৌধুরী। শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সূচনা হয়। অথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এরপর নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাদেরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ‘আলোচনা সভা ও পরিচিতি’র মূল কার্যক্রম শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর শিক্ষার্থী সংশ্লিস্ট দপ্তর প্রধান ও বিভাগীয় প্রধানদেরকে নবীণ শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তপন কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যরা উপস্থিত ছিলেন ।

নবীণ শিক্ষার্থীদের উদ্দেশে প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, তুমি অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে কারণ এই বাংলাদেশ না হলে এই বিশ্ববিদ্যালয় হতো না। বিশ্ববিদ্যালয় না হলে আমরা থাকতাম না। আমরা না থাকলে তোমরা আসতে পারতা না। তোমরা আমরা মিলে বৃহৎ আমরা না থাকলে বাংলাদেশের অস্তিত্বই হয়তো থাকবে না। আমরা একটি স্রোতধারার মধ্যে আছি। যেকারণে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের পরিচয়, আমাদের আদর্শের বড় ঠিকানা। মুক্তিযুদ্ধ যাঁরা করেছিলেন তারা আমাদের সোনার সন্তান। তাঁরা আমাদের ধ্রুবতারকা।