কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজবিজ্ঞান বিভাগের বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি

ফারুক আহমেদ :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শুরু হয়ে র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরসহ র‍্যালিতে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য। বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সমাজবিজ্ঞানকে সম্ভাবনাময় ও বহু সম্ভাবনাময় বিষয় হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, এই বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে প্রাসঙ্গিক বহু বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া যায়। সারা পৃথিবীতে এই বিষয়ের সমাদর আছে। তাই সম্ভাবনাময় এই বিষয়ে আরও গভীর ও মনোযোগের সাথে ছাত্রদেরদের পাঠ নিতে হবে।