
মোঃ আসাদুল ইসলাম মিন্টু, ত্রিশাল :
ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সমগ্র তৎকালীন পূর্ব পাকিস্তান কে জাগ্রত করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের সূচনা করেন।
দিবসটি উপলক্ষে ৭মার্চ (মঙ্গলবার) সকালে ময়মনসিংহের ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য রুবেল মিয়া, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী জুবায়ের হোসেন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল খালেক, সংরক্ষিত নারী সদস্য হামিদা খাতুন, আসমা খাতুন, ইউপি সচিব রফিকুল ইসলাম প্রমুখ।
পুষ্পমাল্য অর্পণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।