এসএমসির নকল ওরস্যালাইন,দেড় লাখ টাকা জড়িমানা

অনলাইন ডেস্ক : এসএমসির ওরস্যালাইন এন। দেখে বোঝার কায়দা নেই কোনটা আসল আর কোনটা নকল। আশুলিয়ায় নকল ওরস্যালাইন বিক্রির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এমন মন্তব্য করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এসময় এসএমসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিন ১১ হাজার স্যালাইন প্যাকেট, নকল ব্যান্ডরোল যুক্ত ২৫ হাজার বিড়ি, ১০ হাজার বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করে ধ্বংস করা হয়। এসময় ভাইভাই এন্টারপ্রাইজের মালিক আবুল কালামকে দেড় লাখ টাকা জরিমানা করেন সহকারী পরিচালক মো.শরিফুল ইসলাম।
নকল স্যালাইন নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বলেন, প্যাকেটের গায়ে লেখা ব্যাচ নম্বরের সাথে প্যাকেটের ভেতরের ব্যাচ নাম্বার মিল থাকে আসল পণ্যে। নকল স্যালাইনে বাইরে এবং ভেতরে একেক রকম ব্যাচ নম্বর। মেয়াদোত্তীর্ণ তারিখ বা অন্যান্য তথ্য আসল প্যাকেটে খোদাই করা বা অ্যাম্বুশ করা থাকে, কিন্তু নকল প্যাকেটে সিল দিয়ে এ তথ্য দেয়া থাকে। এছাড়া এর স্যাম্পল নিয়ে পরীক্ষা করা হয়েছে। সেখানেই ধরা পড়েছে এটা নকল।