
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগামী বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনবেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় আমাদের সময় অনলাইনকে মাহি বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে তিনি গণসংযোগও শুরু করেছেন।
মাহি বলেন, “শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ- ২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাচ্ছি।”
এ সময় তিনি দোয়া চেয়ে আরও বলেন, “আমার জন্য দোয়া করবেন। আমি ‘চাঁপাইনবাবগঞ্জ-২’আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছি। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পন আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংসদগণ একযোগে পদত্যাগ করেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। এ তালিকায় ‘চাপাইনবাবগঞ্জ ২’ আসনের সাংসদও ছিলেন। সঙ্গত কারণেই আসনটি এখন ফাঁকা। এ আসনে লড়তেই আওয়ামী লীগের টিকিট প্রত্যাশা করছেন মাহি।
আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়ম মাথায় রেখে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ফাঁকা আসনগুলোতে উপ নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে। ‘চাপাইনবাবগঞ্জ ২’ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন আমিনুল ইসলাম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লক্ষ ৭৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।