
শ্রীমঙ্গল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রতিমা গোস্বামী । জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর আওতায় তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হন।
শ্রীমঙ্গল বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রতিমা গোস্বামী ১৯৯৫ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। ১৯৯৭ সালের ২২ মে তিনি সহকারি শিক্ষক হিসেবে শ্রীমঙ্গল বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ে যোগদান করে কর্মজীবন শুরু করেন। পরে ২০০৭ সালে তিনি বিএড ডিগ্রি লাভ করেন।
প্রতিমা গোস্বামী ১৯৭৫ সালের ৫ এপ্রিল শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিতা। তার স্বামী অরিন্দম ভট্টাচার্য। তিনি দুই কন্যা সন্তানের জননী।