ইসি আমন্ত্রণ জানালে সংলাপে যাবো: রওশন এরশাদ

অনলাইন ডেস্ক : বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ বলেছেন, নির্বাচন কমিশন সংলাপে আমন্ত্রণ জানালে জাতীয় পার্টি যাবে।

তিনি বলেন, সাংবিধানিক ধারা অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে এবং ওই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

সোমবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, অসহায় হতদ্ররিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই রাজনীতি ও সরকার পরিচালনা করে গেছেন পল্লীবন্ধু। জাতীয় পার্টির শাসনামলে বাজার নিয়ন্ত্রণে রাখতে এরশাদ ছিলেন কঠোর। আর রমজান মাসে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য প্রশাসনিক পদক্ষেপ নিতে তার ছিল কঠোর নজরদারি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর চেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। কিন্তু একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা পবিত্র রমজানের সিয়াম সাধনাকে তোয়াক্কা না করে সব নিত্য পণ্যের দাম বৃদ্ধি করে চলছে।