
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর গাড়িতে ইট নিক্ষেপ করে হামলা চালানো হয়েছে। এতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) নতুন ছবির প্রচারের কাজ শেষে স্টুডিওতে গিয়েছিলেন অপরাজিতা। ধারাবাহিক ‘লক্ষ্মীকাকিমা সুপারস্টার’র শুটিং শেষ করতে। ওই দিন শুটিং শেষ হতে হতে প্রায় রাত ১২টা বাজে।
তারপর একটা ফোন আসায় স্টুডিও থেকে বাইরে বের হন অপরাজিতা। ঠিক সেই সময়ই নাকি এলোপাতাড়ি ইট নিক্ষেপ শুরু হয় স্টুডিওতে। ভারতীয় গণমাধ্যম ‘এবিপি আনন্দ’ বাংলা সংস্করণে এমন তথ্য জানা গেছে।
পুরো ঘটনার কথা জানিয়ে অপরাজিতা বলেছেন, স্টুডিওর সামনেই রাখা ছিল আমার গাড়িটা। দাদার ফোন আসায় আমি সেট ছেড়ে স্টুডিও থেকে বেরিয়ে মেকআপ রুমে চলে গিয়েছিলাম। বাকি সবাই তখন শটে ছিল। ওই সময় কেউ স্টুডিওর সামনে থাকলে বড়োসড় ক্ষতি হতে পারত।
অপরাজিতা আরও বলেন, আমার গাড়িটা কেবল সামনে ছিল। আর তাই ওটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাচ ভেঙেছে, দুমড়ে মুচড়ে গেছে কিছুটা অংশ। গাড়িতে আমি থাকলে ইটটা আমার মুখে এসে লাগত।
জানা গেছে, অপরাজিতা এখন সুস্থ ও স্বাভাবিক আছেন।