
প্রথমবারের মতো প্রবর্তিত অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার পোচেষ্টর্মে ৩৬ বল হাতে রেখে ইংল্যান্ডকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের অভিষেক আসরের শিরোপা জয়ের উৎসব করেছে শেফালি ভার্মার দল।
ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বোলিংয়ে ইংল্যান্ড নারী দলকে কাঁপিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। তিতাস সাধু (৪-০-৬-২), অর্চনা দেবি (৩-০-১৭-২) এবং প্রসবি চোপড়ার (৪-০-১৩-২) বোলিংয়ে মাত্র ৬৮/১০ স্কোরে ইনিংস গুটিয়ে ফেলে ইংল্যান্ড।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ইনিংসে মাত্র ৩ জন পেয়েছেন ডাবল ফিগারের নাগাল। সর্বোচ্চ ১৯ রান করেছেন রায়ানা ম্যাকডোনাল্ড।
জবাব দিতে এসে তৃতীয় উইকেট জুটির ৪৯ বলে ৪৬ রানে ভর করে ৩৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে উৎসব করেছে ভারতের মেয়েরা। সর্বোচ্চ ২৪ রান করেন তৃষা ও সৌম্য তিওয়ারি। দু’জনেই তিনটি করে বাউন্ডারি মেরেছেন।
ফাইনাল সেরা’র পুরস্কার পেয়েছেন পশ্চিমবাংলার মেয়ে পেসার তিতাস সাধু।অনূধ্ব-১৯ নারী বিশ্বকাপে ২৯৩ রান এবং ৯ উইকেট পেয়ে ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটারও ডান হাতি অফ স্পিনার গ্রেস স্ত্রিভেন্স।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দল : ৬৮/১০ (১৭.০ ওভারে)
ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল : ৬৯/৩ (১৪.০ ওভারে)
ফল : ভারত অনূর্ধ্ব-১৯ নারী দল ৭ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : তিতাস সাধু (ভারত)।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : গ্রেস স্ত্রিভেন্স (ইংল্যান্ড)।