অনুভবে একাত্তর শাহানাজ বেগম

অনুভবে একাত্তর – শাহানাজ বেগম
আমি দেখিনি একাত্তর
দেখিনি বাংলার বিভীষিকাময় সেই দিন গুলি।
অনুভব করি শুধু
আর শ্রদ্ধাভরে মাথা নত করি
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি।
কী দূরন্ত,সাহসী বীর সেনারা
কী উদ্দীপনা, কী আকাঙ্খা নিয়ে
জীবন অকাতরে বিলিয়ে দিতে পেরেছে।
আমি দেখিনি একাত্তর
আমি শুনেছি আমার বাবার মুখের গল্প
কী নিদারুণ কষ্টের
মা বোন হারানোর গল্প
বাবাকে চোখের সামনে গুলির আঘাতে
ঢলে পড়ার গল্প
মা বোনের ইজ্জ্বত লুটে নেয়ার গল্প
দেখিছি আর্তনাত আর হাহাকার ভরা বুক।
আমি দেখিনি একাত্তর
দেখেছি বাবার পিপাসার্ত চোখ আর মুখ