অধিকৃত ইউক্রেনে মার্শাল ল জারি করলেন পুতিন

গণভোটের’ মাধ্যমে পূর্ব ইউক্রেনের যে চারটি অঞ্চল রাশিয়ান ফেডারেশনে যুক্ত করেছেন, সেসব অঞ্চলে সামরিক আইন জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বুধবার এ ঘোষণা দেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ায় অন্তর্ভূক্ত হওয়ার পর দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জা ও খেরসন অঞ্চলে সামরিক আইন জারি ছিল। সুতরাং এই সিদ্ধান্তটি রাশিয়ার সার্বভৌমত্বের অধীনে থাকার জন্য আইনি ভিত্তি প্রদান করেছে।’

পুতিনের স্বাক্ষরিত নথিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামরিক আইন চালু হয়েছে। এটি রাশিয়ান সরকারের বিভিন্ন অংশকে তিনদিনের মধ্যে সংশ্লিষ্ট কর্ম পরিকল্পনা জমা দেয়ার নির্দেশ দেয়।
বুধবার স্বাক্ষরিত অন্য একটি ডিক্রিতে ইউক্রেন সীমান্তবর্তী আরও কয়েকটি অংশে ‘মধ্য স্তরের প্রতিক্রিয়া’ জারি করেছেন রুশ প্রেসিডেন্ট। এসব অঞ্চলের মধ্যে রয়েছে ক্রিমিয়ান রিপাবলিক, সেভাস্তোপল, ক্রাসনোদর, বেলগোরড, ব্রায়ানস্ক, ভোরোনজ, কুরস্ক এবং রোস্তভ অঞ্চল। এটি একটি বিশেষ শাসন যা কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত কর্তৃত্ব দেয়। যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা দ্রুত প্রতিক্রিয়া জানায়।

ইউক্রেনের সাবেক চারটি অঞ্চলের বাসিন্দারা গত মাসে রাশিয়ান ফেডারেশনে যুক্ত হতে গণভোটের আয়োজন করেছিল। ভোটের ফল প্রত্যাখ্যান করে ইউক্রেন সরকার অঞ্চলগুলোকে মুক্ত করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে।
এর আগে বুধবার খেরসন অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা অঞ্চলটিতে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য প্রস্তুত হচ্ছে।
হারানো অঞ্চল দখলমুক্ত করতে ইউক্রেনীয় সেনারা হামলা চালাবে… এটা নিশ্চিত। তাই তো শহর থেকে ডিনিপার নদীর পূর্ব দিকের বাসিন্দাদের স্থানান্তরের ঘোষণা দিয়েছে আঞ্চলিক প্রশাসন।